হোম > ছাপা সংস্করণ

কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মসজিদ পুনর্নির্মাণ

ফেনী প্রতিনিধি

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলীতে কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শতবর্ষী মসজিদ সংস্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ জোহরের নামাজ পড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।

বিরলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, ১৯০৩ সালে মসজিদটি স্থাপিত হয়। এরপর ১৯৮৭ সালে একবার সংস্কার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়।

কাজী নজরুল ইসলাম আরও জানান, ১৪ শতক জমিতে দ্বিতল মসজিদটি নির্মাণে প্রায় কোটি টাকা খরচ হয়েছে। এর অধিকাংশ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর দিয়েছেন। অল্প কিছু দান নেওয়া হয়েছে স্থানীয়দের কাছ থেকে।

মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক সব আসবাবপত্র। ভেতরে রয়েছে ছয়টি দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মেঝে ও দেয়ালে লাগানো হয়েছে আল্লাহ ও মুহাম্মদ (সা.) লেখা নানা রঙের দামি টাইলস। প্রবেশমুখের দৃষ্টিনন্দন কাঠের দরজাগুলোতে খোদাই করা রয়েছে আল্লাহ ও রাসুলের নাম।

মসজিদ কমিটির সভাপতি আরও জানান, মসজিদটিতে ২ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। রয়েছে সুপ্রশস্ত বারান্দা।

মসজিদের পাশেই রয়েছে অজুর জন্য সুবিশাল পুকুর ও পাকা ঘাট। এ ছাড়া মসজিদ লাগোয়া রয়েছে অজুখানা।

মসজিদটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুফতি তৈয়ব সুলতানি, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ভূঞা প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ