হোম > ছাপা সংস্করণ

শিশু ধর্ষণ মামলায় ৪ দিনেও গ্রেপ্তার নেই

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা করার চার দিনেও ধর্ষক গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে গত ১ ডিসেম্বর কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন মিয়ার নতুন বাড়ির মোহাম্মদ নূরুল হকের ছেলে মো. শাকিব (১৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে ধর্ষক শাকিব চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের মিলন মেম্বারের ধান খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর এলাকার এক বাসিন্দা শিশুটিকে সেখানে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং শাকিবকে দৌড়ে পালিয়ে যেতে দেখে। তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। জুমার নামাজ শেষে ঘটনা জানতে পেরে শিশুটির বাবা তাকে কোম্পানীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। পরে শিশুটির বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম রাজা বলেন, আসামি শাকিবকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ