রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাব বারৈচা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ৪র্থ বার্ষিক সাধারণ সভা উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে বারৈচা বাজার জনতা সুপার মার্কেটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক কবির আহামেদের সঞ্চালনায় ও সভাপতি মুহাম্মদ মশিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. আক্তার হোসেন শাহিন। বিশেষ অতিথি ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান।