হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাবিলাসদ্বীপের মনসারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ফারুক বলেন, ‘গাড়িতে করে শফিকুলের প্রচারে মনসারটেক এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বাধা দেন। তাঁরা বলেন, এ এলাকায় কোনো প্রচার করা যাবে না। একপর্যায়ে তাঁরা হামলা করেন।’

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের প্রার্থী কুমারের ভাই বাবলু ও বেলাল হোসেনসহ হামলা চালান। আমি বিষয়টি ফোনে পটিয়া থানার ওসিকে বলেছি।’

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান ফৌজুল কবির কুমার। তিনি বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। এটি একটি পরিকল্পিত সাজানো ঘটনা। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ফৌজুল কবির আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছি।’

পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, এ ব্যাপারে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের মৌখিক অভিযোগ পেয়েছি। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ