গাজীপুর প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরন। গতকাল শনিবার সকালে ফুল দিয়ে তিনি জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ১৫ আগস্টে শহীদ হওয়া সবার আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।