হোম > ছাপা সংস্করণ

ছেলেকে না পেয়ে বাবা আটক, পরে মুক্তি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মেঘনার শাখা খালে খনন যন্ত্র বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন দিদার হোসেন মোল্লা। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিদারকে না পেয়ে তাঁর বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লাকে ডেকে নেওয়া হয়। পুলিশকে দিয়ে হাতকড়া পরানো হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতে শত শত নারী-পুরুষ প্রশাসনের গাড়ি আটকে বিক্ষোভ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গত শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ ইউপি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দিদার মোল্লাকে প্রথমে ১০ লাখ এবং পরে তা কমিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেন। পলাতক দিদার মোল্লার পক্ষে পরিবারের লোকজন রাতেই আড়াই লাখ টাকা জমা দেয়। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত দিদার রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ চরবংশী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে মেশিনটির মালিক দিদার মোল্লাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় অবৈধ মেশিনটি।

সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা বলেন, ‘ছেলের অপরাধে আমাকে ডেকে নিয়ে হেনস্তা করা হয়েছে। তাঁর ব্যক্তিগত অপরাধের দায়ে আমাকে হয়রানি করা নিন্দনীয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ