রাজশাহী মহানগরীতে আলাদা দুটি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। একটি ছিনতাইয়ের ঘটনায় নগরীর রাজপাড়া থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার চারজন হলেন নগরীর দাসপুকুর এলাকার মমিনুল ইসলাম হৃদয়, বহরমপুর এলাকার মো. আরিফ, তেরখাদিয়া ডাবতলা এলাকার কোরাইশিন কেরোশিন ও নতুন বিলসিমলা এলাকার সেলিম ওরফে মাইকেল।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ জানুয়ারি রাতে লক্ষ্মীপুর টিবিপুকুর এলাকায় এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছাত্রী ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে থানায় মামলা করেন। এর সূত্র ধরে গত শুক্রবার রাতে রাজপাড়া থানা-পুলিশ হাইটেক পার্ক এলাকা থেকে মমিনুল ইসলাম হৃদয় ও মো. আরিফকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এবং ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এই দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকা থেকে কোরাইশিনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল শনিবার সকালে নগরীর নতুন বিলশিমলা এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।