হোম > ছাপা সংস্করণ

পদ পেতে নেতাদের তদবির শুরু

সখীপুর প্রতিনিধি

সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৯ ডিসেম্বর। এ নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম ইতিমধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন। তারিখ ঘোষণার পরপরই পদপ্রত্যাশীরা তদবির শুরু করেছেন। উপজেলার সড়কগুলো পোস্টার, ব্যানার ও তোরণে সাজতে শুরু করেছে। তবে সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়নি।

আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে ১০ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ওই সময় সম্মেলন স্থগিত করা হয়। তবে এবার উৎসবমুখর আয়োজনের মাধ্যমে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার জানিয়েছেন। ইতিমধ্যে সম্মেলন সফল করতে দলের বর্ধিত সভা করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার আগে থেকেই প্রার্থিতা নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি কুতুব উদ্দিন আহমেদই স্বপদে থাকতে চান। কিন্তু ওই পদের (সভাপতি) জন্য বর্তমান সাধারণ সম্পাদক শওকত শিকদারও ব্যাপকভাবে আশাবাদী। তাঁরা উভয়ই দলের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূলের নেতা-কর্মীদের পক্ষে নিতেও তৎপর রয়েছেন।

কয়েকজন সাধারণ সম্পাদক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘদিন দায়িত্বে থাকা সভাপতি ও সম্পাদকের পদ থেকে এবার সরে দাঁড়ানো উচিত। তাঁরা অভিযোগ করেন, গত ২১ বছর ধরে বর্তমান সভাপতি-সম্পাদক ওই পদে রয়েছেন। যে কারণে দলের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। এ ছাড়া তরুণেরা কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনেরও দাবি জানান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার বলেন, ‘সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। করেছে। সম্মেলনের দিন ঘনিয়ে এলে নেতা-কর্মীরা আরও উৎসাহী হবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ