হোম > ছাপা সংস্করণ

সাড়ে ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে মাগুরার মহম্মদপুরের পাঁচ সহস্রাধিক হেক্টর খেতের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

এর মধ্যে ৮১৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত খেতের পরিমাণ ৪৮৬৯ হেক্টর। মসুরি, সরিষা, পেঁয়াজ, রসুন, গম, খেসারি কলাই, মোটর কলাই, কালোজিরা, ধনিয়া, মরিচ, শাক-সবজি, বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এখানকার কৃষকেরা। বিশেষ করে আসন্ন বোরো মৌসুমে ধান রোপণের জন্য আগাম প্রস্তুতি হিসেবে চারা (পাতো) উৎপাদনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭২৫ হেক্টর মুসুরের মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৪০০ হেক্টরের এবং আংশিক ক্ষতি হয়েছে ২৩২৫ হেক্টরের। ১৩৫৫ হেক্টর সরিষার মধ্যে সম্পূর্ণ ক্ষতিসাধিত হয়েছে ১৫০ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ১২০৫ হেক্টরের। ২১৯ হেক্টর পেঁয়াজ-রসুনের মধ্যে ৬৫ হেক্টর সম্পূর্ণ ক্ষতি এবং ১৫৪ হেক্টরের আংশিক ক্ষতি হয়েছে। ৩০২ হেক্টর গমের মধ্যে সম্পূর্ণ ক্ষতি ৩০ হেক্টরে এবং ১০২ হেক্টরে আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবাহান বলেন, ‘দুর্যোগের কবলে পড়ে কৃষকের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে গেল। ক্ষতি পুষিয়ে নিতে তাঁদেরই ঘুরে দাঁড়াতে হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কীটনাশক ও বীজ বিতরণের জন্য তালিকা তৈরি করা হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ