হোম > ছাপা সংস্করণ

দাফনের এক মাস পর শিশুর লাশ উত্তোলন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের এক মাস পর কবর থেকে এক শিশুর লাশ উত্তোলন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার তাজনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার রহমানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

শিশুটির নাম হাছিম রায়হান (২)। সে ওই গ্রামের রুবেল সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ১১ জুলাই স্বজনদের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে নিখোঁজ হয় হাছিম। খোঁজাখুঁজির একপর্যায়ে ১২ জুলাই বাড়ির পাশের কূপে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্বজনেরা লাশ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

পরে হাছিমকে হত্যা করা হয়েছে দাবি করে গাইবান্ধা আদালতে মামলা করেন শিশুটির মা হোসনে মমতা তিথি। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির আটজনকে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে গতকাল দুপুরে হাছিমের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। শিশুটিকে হত্যা হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ