প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে নেত্রকোনা ও জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল এই বিক্ষোভ হয়।
জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে নেত্রকোনার ছোটবাজারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলালের কুশপুত্তলিকা দাহ করে নেত্রকোনা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা। পরে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বকুলতলায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানবীর আহমেদ এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি বক্তব্যে রাখেন।