হোম > ছাপা সংস্করণ

পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না দৌলতদিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

১৭টি ফেরি দিয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না দৌলতদিয়া–পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহ ধরে দীর্ঘ যানজট লেগেই আছে। ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাকের সিরিয়াল। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও ট্রাককে অপেক্ষায় থাকতে হচ্ছে দিনের পর দিন।

ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ জানান, বিকেল ৪টায় ঘাটে এসেছেন। এখন সন্ধ্যা ৬টা। ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।

ট্রাকচালক খোরশেদ আলম বলেন, ‘দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি ফেরি পারের জন‍্য। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাওয়া–দাওয়ার সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না।’

আরেক ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, ‘খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। খাবার হোটেল নাই, ঘুমানোর জায়গা নাই, শৌচাগার নাই। এই দুর্ভোগ কবে শেষ হবে জানি না।’

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক জামাল হোসেন জানান, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ