ষষ্ঠ ধাপে ভালুকার ১১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৭ জন। আগামী ৩১ জানুয়ারিতে হতে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যান হতে চান তাঁরা। গত সোমবার শেষ দিন পর্যন্ত এই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১১ জন, জাতীয় পার্টির ১, জাকের পার্টির ৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন সহ মোট ৭৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর ভালুকা সদর ইউপিতে ৯ জন, উথুরাতে ৯ জন, মেদুয়ারীতে ৬ জন, ভরাডোবায় ৬ জন, ধীতপুরে ৯ জন, বিরুনীয়াতে ৫ জন, মল্লিকবাড়ীতে ৪ জন, ডাকাতিয়ায় ৭ জন, কাচিনাতে ৫ জন, হবিরবাড়ীতে ৭ জন এবং রাজৈ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া উপজেলার ১১টি ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
আগামী ৩১ জানুয়ারি এসব ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।