নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুলছাত্র ইফতিয়ার হোসেন আতিকের (১৪)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তেবাড়িয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, আতিকের বাবার নাম রেফাজুল করিম লাল্টু। সে স্থানীয় তেবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী বাজারে কাগজ কেনার জন্য বাড়ি থেকে বের হয় আতিক। এরপর আর বাড়ি ফেরেনি সে। সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। ঘটনার পরদিন আতিকের বাবা কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের সময় আতিকের পরনে ছিল নীল রঙের জিনস প্যান্ট ও কালো জ্যাকেট। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল লম্বা, গায়ের রং ফরসা। কেউ যদি আতিকের সন্ধান জেনে থাকেন, তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।