মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লাল বাড়ি খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
লালবাড়ী যুবসংঘের আয়োজনে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর।
লালবাড়ী যুবসংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ ইসতিয়াকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম মৃধা, সাংগঠনিক সম্পাদক মিরাজ চাকলাদার, সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় কিংস অব লালবাড়ী বনাম সুপার স্টার লালবাড়ী। এতে বিজয়ী হয় কিংস অব লালবাড়ী।