হোম > ছাপা সংস্করণ

শিক্ষকেরা আসেননি ফিরে গেছে শিক্ষার্থীরা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৭০ নম্বর বিশাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো নোটিশ ছাড়াই গত বুধবার বন্ধ ছিল। শিক্ষার্থীরা এসে স্কুল তালাবদ্ধ দেখে ফিরে যায়।

প্রায়ই সেখানে এই ঘটনা ঘটছে। শিক্ষকেরা স্কুলে এলেও এক-দেড় ঘণ্টা থেকে আবার চলে যান। কিন্তু গত বুধবার শিক্ষকেরা কেউ স্কুলে আসেননি। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। শিক্ষক সংকটের কারণে তাদের তেমন পড়ালেখা হয় না।

স্কুলটিতে শিক্ষক আছেন মাত্র দুই জন। তাঁরা হলেন প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় ও সহকারী শিক্ষক মো. টিটন মিয়া। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বলা হয়েছে, এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত স্কুলে তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। দীর্ঘদিন পর স্কুল খুললেও শিক্ষকেরা ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত বলে স্থানীয়দের অভিযোগ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় স্কুল বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, বুধবার সকাল থেকেই তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিসে মিটিংয়ে ছিলেন। এ ছাড়া সহকারী শিক্ষক মো. টিটন মিয়া কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যান। বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ও স্কুলটি ব্যবস্থা কমিটির সাবেক সভাপতি রহিমা বেগম বলেন, এ রকম ঘটনা প্রায়ই ঘটছে। শিক্ষকেরা প্রায়ই ১১টা বা সাড়ে ১১টা দিকে এসে এক-দেড় ঘণ্টা থেকে শিক্ষার্থীদের ছুটি দিয়ে চলে যান।

রংছাতি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বলেন, দীর্ঘ বন্ধের পর বিদ্যালয় খোলার পরেও বিদ্যালয় তালাবদ্ধ করে রাখার বিষয়টিকে ঘৃণ্য চোখে দেখেন তিনি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম বলেন, ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ