হোম > ছাপা সংস্করণ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার কাতলী বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ওষুধের দোকানমালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ৮টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিফ-উল-হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাতলী বাজারের বিশ্বাস ফার্মেসি ও জামান ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই ওষুধ ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বিশ্বাস ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা এবং জামান ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় ইউএনওর সঙ্গে আরও ছিলেন শালিখা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ও পুলিশ সদস্যরা।

ইউএনও তারিফ-উল-হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বাজারের ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে আসছিলাম। তার পরিপ্রেক্ষতে আজ আমরা ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযান পরিচালনা করেছি। দুটি ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি অন্যদের সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ