আশুলিয়া থানার বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ছয়জনকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারে সুপারিশ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাভারের আশুলিয়া এলাকায় এক সভায় এ সিদ্ধান্ত নেন ঢাকা জেলা, সাভার উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতারা।
বহিষ্কারের সুপারিশপ্রাপ্তরা হলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাইদুর রহমান মাস্টার, শিমুলিয়া ইউপির বিদ্রোহী প্রার্থী ও আশুলিয়া থানা যুবলীগের সদস্য মাসুদ আল নূর সজীব, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
আশুলিয়া থানা আওয়া মীলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্দেশনা আছে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যাঁরা যাবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের সভায় দলের যাঁরা বিদ্রোহী প্রার্থী আছেন তাদের ব্যাপারে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত রেজুলেশন আকারে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেব। যাঁরা পদে ছিলেন, তাঁদের পদ থেকে অব্যাহতি দিয়ে সেই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।