ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) সেলিম আর এফ হোসেনকে একই পদে ২০২৬ সালের মার্চ পর্যন্ত পুনরায় নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক তাঁর এ পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে।
এ পুনর্নিয়োগ গত মাস থেকে কার্যকর করা হয়। সেলিম হোসেন ২০১৫ সালের নভেম্বরে এমডি অ্যান্ড সিইও হিসেবে ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব গ্রহণ করেন। —বিজ্ঞপ্তি