হোম > ছাপা সংস্করণ

পুলিশকে তথ্য দেওয়ায় আলমগীরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাদার মাদক ব্যবসায়ী রিমন। সংঘবদ্ধ চক্র নিয়ে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসার জাল। রিমনের এমন অন্তরালের খবর ফাঁস করে দেন পুলিশের সোর্স আলমগীর। একপর্যায়ে পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছিল। সেই থেকে আলমগীরকে নিয়ে মনে ক্ষোভ পুষে রাখেন রিমন। জেল থেকে বের হয়ে প্রতিশোধপরায়ণ এই মাদক ব্যবসায়ী গত শুক্রবার খুন করেন রামপুরার পুলিশ সোর্স আলমগীরকে।

গতকাল সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম। তিনি জানান, এ ঘটনায় গত রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে রিমন ওরফে লিমন এবং মহিউদ্দিন শিবলু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। রামপুরার বৌবাজার এলাকায় তাঁরাই খুনের ঘটনায় জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিশোধের কথাই জানিয়েছেন রিমন।

মাহবুব বলেন, ঘটনার দিন আসামি মহিউদ্দিন শিবলু আলমগীরকে মোবাইল ফোনে ডেকে নেন। পরে রামপুরা থানার বৌবাজার আদর্শ গলিতে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর পরদিন ৩০ অক্টোবর হৃদ্‌রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর ঘটনায় আলমগীরের বাবা রামপুরা থানায় হত্যা মামলা করেন।

এই ডিবি কর্মকর্তা বলেন, মামলাটি থানা-পুলিশের পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত করেছিল। গ্রেপ্তার রিমনের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। হত্যায় ব্যবহৃত চাপাতিটিও উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ