চট্টগ্রামের লোহাগাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল সোমবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এ দিন পুটিবিলার একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এদিকে বড়হাতিয়ায় একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিজয় কুমার বড়ুয়া মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ জন্য তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়।