শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুধীর মল্লিক রায়।
প্রদীপ কুমার গুহের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন অধর লাল চক্রবর্তী, চন্দন দত্ত, নীলকণ্ঠ দাশ, লায়ন শেখর দত্ত, শ্যামল কিশোর চৌধুরী, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, তড়িৎ কান্তি গুহ, বিজন কান্তি দাশ, প্রণব কান্তি দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ঝন্টু কুমার দাসকে আহ্বায়ক, শিবশংকর দাস, ঋষিকেশ বিশ্বাস, শংকর ঘোষকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ ছাড়া ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠিত হয়।