বরগুনার বেতাগীতে হোসনাবাদ ও কাজিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও চান্দখালী মোশারেফ হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার রাতে বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় স্বাক্ষরিত এক চিঠিতে দুই ইউনিয়ন এবং কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, হোসনাবাদ ইউনিয়নে আগামী এক বছরের জন্য মো. সজিব হোসেনকে আহ্বায়ক করে ১০ সদস্য বিশিষ্ট, কাজিরাবাদ ইউনিয়নের ছয় মাসের জন্য জি. এম মিজানুর রহমানকে আহ্বায়ক করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং মো. সাব্বির হাওলাদারকে সভাপতি ও মো. আরিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য চান্দখালী মোশারেফ হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে বেতাগী সদর, বিবিচিনি, মোকামিয়া ও বুড়ামজুমদার ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ফলে কয়েক দিনের ব্যবধানে দীর্ঘদিন পরে বেতাগী উপজেলার ছয় ইউনিয়ন এবং এক কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন বলেন, ‘বেতাগী উপজেলার ইউনিয়নগুলো এত দিন ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ পুরোনো কমিটি দিয়ে চলছিল। অনেক আগেই কমিটিগুলো দেওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে দেরিতে হলেও জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশনামতো ইউনিয়নগুলোতে সুন্দর কমিটি উপহার দিতে পেরেছি।’