খাগড়াছড়িতে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মূল সড়কে উঠতে চাইলে পরে পুলিশের বাধায় কার্যালয়ের সামনেই সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় বিএনপিকে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানান। বক্তারা দাবি করেন, তিলে তিলে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, খনি রঞ্জন ত্রিপুরা, অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল আলম অনিকসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা।