পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সাংসদ কর্নেল (অব:) জাহিদ ফারুক বলেছেন, বরিশাল জেনারেল হাসপাতালের সেবা নিয়ে বরিশালবাসীর মনে সন্দেহ রয়েছে। এটা ঠিকভাবে চলছে কি না। পরিষ্কার পরিচ্ছন্নতার ঠিক নেই।
ডাক্তারের কমতি আছে। রোগীদের ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, বরিশাল জেনারেল হাসপাতাল একদমই নেগলেটেড হয়ে গেছে।
এখানে যে চিকিৎসকবৃন্দ রয়েছেন তাদের হয়তো পুরোনো বিল্ডিংয়ের ওপর মায়া না থাকায় হাসপাতালটির এই অবস্থা।
তিনি আরও বলেন, হাসপাতালে প্রতি সপ্তাহে মিটিং হওয়া দরকার। আমি চেষ্টা করবো এই হাসপাতালে যেন মানসম্মত চিকিৎসা সেবা হয়। এখান থেকে যাতে জনগণ উপকৃত হয়, সঠিক সেবা পায়। ভবিষ্যতে সেই ব্যবস্থাই করা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন প্রমুখ।