হোম > ছাপা সংস্করণ

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সদর উপজেলা ও সদর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডের পান্না সিনেমা হল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্মল কুমার চ্যার্টাজী।

চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল হালিম ভুলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ নাসির উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি প্রমুখ।

সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাফিজুর রহমান মাফি।

উদ্বোধনী পর্বের শুরুতেই জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। এ সময় শান্তির প্রতীক শ্বেত কপোত অবমুক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্মল কুমার চ্যার্টাজী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের সুনাম এখন সব স্থানে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। তাঁর আস্থার মূল্য দিয়ে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তি করতে হবে।’

এদিকে সম্মেলনের দ্বিতীয় পর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন জুয়েল রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাফিজুর রজমান মাফি। অন্যদিকে সদর পৌর কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম ভুলন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শেখ সামি তাপু।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ