নওগাঁর নিয়ামতপুরে ১০ লিটার চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আহরকান্দর লিটুপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম রাম পাহান (২২) । তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের আহরকান্দর লিটুপাড়া এলাকার বাসিন্দা।
নিয়ামতপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তহছেনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তাঁরা রসুলপুর ইউনিয়নের আহরকান্দর লিটুপাড়া এলাকায় দেশীয় চোলাই মদ বিক্রি করছে এক যুবক। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে মুঠোফোনে জানালে তিনি অভিযান পরিচালনা করতে বলেন। পরে অভিযান পরিচালনা করে ১০ লিটার চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।