হোম > ছাপা সংস্করণ

বেহাল সড়কে ভোগান্তি

দাউদকান্দি প্রতিনিধি

দাউদকান্দির শহীদ নগর-গোয়ালমারী ৮ কিলোমিটার সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ভাগলপুর, ষোলপাড়া, দশপাড়া, সাতপাড়া, সুন্দলপুর ও জায়গিরসহ ২০ গ্রামের বাসিন্দারা।

সরেজমিন দেখা যায়, শহীদ নগর-গোয়ালমারী সড়কটির অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটি গাড়ি আরেকটিকে পাশ দিতে গেলে চরম বেগ পেতে হচ্ছে। তারপরও সড়কে ঝুঁকি নিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যান।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে জানা গেছে, চার বছর আগে সড়কটি সংস্কারকাজ করা হয়।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান চৌধুরী বলেন, সড়ক সংস্কারকাজ ঠিকমতো করা হয়নি। এ কারণে তাড়াতাড়ি সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। কাজ একেবারে নিম্নমানের হয়েছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক সানাউল্লাহ বলেন, কার্পেটিং উঠে সড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এ সড়কে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। কয়েক দিন পর পর গাড়ি মেরামত করতে হয়। অনেক কষ্টে আমাদের চলতে হচ্ছে।

ঠিকাদার শফিক মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ নিম্নমানের হয়নি। সঠিকভাবেই সংস্কারকাজ করা হয়েছে। এত দ্রুত সড়কটি নষ্ট হয়ে গেল কেন জানতে চাইলে ঠিকাদার শফিক মিয়া কোনো উত্তর দিতে পারেননি।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি কিছুদিন আগে এখানে যোগদান করেছি। আমি বিষয়টি জেনে তারপর বলতে পারব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ