নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাই ও ভাবিকে পেটানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার হাইজাদি ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেন (৩২) ও তাঁর স্ত্রী শরিফা বেগম (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আবুল হোসেন জানান, ছোট ভাই নবী হোসেন ও ভগ্নিপতি পীরবক্রা দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করত। তাঁদের নির্যাতন টিকতে না পেরে সে বাবার বাড়ি চলে যায়। গতকাল তিনি সস্ত্রীক বাড়িতে যান। এ সময় নবী ও পীরবক্রাসহ ৬ থেকে ৭ জন তাঁদের ওপর হামলা চালান। স্ত্রীর শ্লীলতাহানি করেন। এ সময় তাঁরা দুজনকে পিটিয়ে আহত এবং একটি সোনার চেইন ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ দিকে এ ঘটনায় আহত শরিফা ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।