হোম > ছাপা সংস্করণ

লুটে নেওয়া খাসিতে ভূরিভোজ, গ্রেপ্তার ১

পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় হিন্দুদের বাড়ি থেকে লুটে নেওয়া খাসি জবাই করে ভূরিভোজ করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সোনা মিয়া (৫২)। তিনি উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৭ অক্টোবর রাতে রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। বেশ কয়েকটি বাড়ি থেকে মালামালের পাশাপাশি গরু-ছাগলও লুট করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা ও লুটপাটের অভিযোগে একটি মামলা করে।

হামলার সময় একটি খাসি লুট করে কয়েকজন মানুষ মিলে জবাই করে খাওয়ার অপরাধে গত শনিবার রাতে উপজেলার খেদমতপুর ঘেগারতলা থেকে পুলিশ সোনা মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে রংপুর আদালতে হাজির করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘সোনা মিয়া ঘটনার সঙ্গে জড়িত নয় বলে অস্বীকার করলেও তাঁর মোবাইল ফোনের কল লিস্টে তাঁকে ঘটনাস্থলে পাওয়া গেছে। এ ছাড়াও রিমান্ডে আনা অন্য আসামিরাও তাঁর বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সাক্ষী দিয়েছেন। তাই সোনা মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ