গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপি নির্বাচনে ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুই সাংবাদিকের ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ক্যামেরা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ক্যামেরা দুটি উদ্ধার করা হয়।
সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে ছুটে যান। তাঁরা ছবি তোলার আগেই জাল ভোট প্রদানকারীরা দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ছিনিয়ে নেয়।
এ ছাড়া সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ সূত্রে জানা গেছে।
ঘটনার পরপর স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি এবং পরিত্যক্ত অবস্থায় আরেকটি ক্যামেরা উদ্ধার করা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিকেরা অভিযোগ করেন, একটি ক্যামেরা তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’