হোম > ছাপা সংস্করণ

দুর্বৃত্তের বিষে মরল চার পুকুরের মাছ

হালুয়াঘাট প্রতিনিধি

হালুয়াঘাট উপজেলায় একটি মৎস্য খামারের চারটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধুরাইল ইউনিয়নের গুংগিয়াজুরী এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক তার বাড়ির পাশে ৪০০ শতাংশ জমিতে মাছের খামার করেছেন। গত বুধবার রাতের কোনো এক সময় খামারের চারটি পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পাবদাসহ দেশি প্রজাতির প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। গতকাল বৃহস্পতিবার ভোরে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান আবু সিদ্দিক ও তাঁর সন্তান আবু রায়হান।

আবু সিদ্দিক বলেন, ভোরে গিয়ে তিনি দেখতে পান, পাবদাসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে ভেসে উঠছে।

তাঁর ছেলে স্থানীয় কলেজশিক্ষক আবু রায়হান জানান, কে বা কারা রাতের আঁধারে সড়কের পাশে থাকা চারটি পুকুরে বিষ প্রয়োগ করা করেছে। এ ঘটনায় হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ