দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে জমির ধান, আগাম জাতের আলু ও রবিশস্যসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পচে নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন কৃষক।
জানা যায়, আমন মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূল আর কৃষি কর্মকর্তাদের পরামর্শে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও মঙ্গল ও বুধবার টানা বৃষ্টিতে উপজেলার সাতটি ইউনিয়নসহ পৌর এলাকার কিছু জমিতে গামর (কচি) ধানগাছ জমির সঙ্গে মিশে গেছে। আগাম জাতের আলুর জমিতে পানি জমে থাকায় ফসলের ক্ষতির শঙ্কা প্রকাশ করছেন কৃষকেরা।
শিবনগর ইউনিয়নের কৃষক দুলাল হোসেন বলেন, ‘আমি দুই বিঘা জমিতে আগাম জাতের আলু ও এক একর জমিতে ধান লাগিয়েছি। বৃষ্টি ও মৃদু বাতাসে ধানগাছ নুয়ে পড়েছে, আলুর অবস্থাও খুবই খারাপ।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় ১৮ হাজার ১৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাষ হয়েছে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রাও অধিক। সম্ভাব্য (চাল) উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ২০২ মেট্রিক টন। ৫০ হেক্টর জমিতে হয়েছে আগাম আলু চাষ।
এবার উফশী জাতের ধান ব্রি-৩৪, ব্রি-৩৯, ব্রি-৫১, ব্রি-৫২, বিনা-১৭, শম্পা কাটারি, স্বর্ণা-৫, গুটি স্বর্ণা, রঞ্জিত, সোনামুখী এবং হাইব্রিড জাতের টিয়া, ধানি গোল্ড, হিরা, এজেড-৭০০৬ জাতের ধান চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, হাইব্রিড ও সোনামুখী আগাম জাতের কিছু ধান কাটা শুরু হয়েছে।
বাকি ধানগুলো কার্তিকের শেষ থেকে কাটা শুরু হবে। ফলন যাতে ভালো হয় সেদিক লক্ষ রেখে মাঠে গিয়ে নিয়মিত কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির কারণে অল্প কিছু ফসলের সমস্যা হয়েছে। তবে এ বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে, খুব একটা ক্ষতি হবে না।