হোম > ছাপা সংস্করণ

‘শান্তির শহর রাজশাহীর সুখ্যাতি বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীতে আমরা সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করি। বাংলাদেশে তো বটেই, পৃথিবীর মধ্যে অন্যতম শান্তির শহর হিসেবে রাজশাহীকে আমরা পরিচিত করতে পেরেছি। এ কারণে রাজশাহীর সুখ্যাতি ধীরে ধীরে বাড়ছে।’

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর নবগঠিত ৩০টি ওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় মেয়র আরও বলেন, ‘রাজশাহীতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এটি রাজশাহীর জন্য হবে বিশাল পাওয়া। এ ছাড়া রাজশাহীতে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের বিষয়ে আমার কাছে প্রস্তাব এসেছে। আমার পরিকল্পনাতেও সেটি আছে। আপনারা দোয়া করবেন, আমরা রাজশাহীতে বিশ্বমানের কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করতে চাই।’

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা মো. আব্দুল গণির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুফতি মো. ওমর ফারুক। সভা শেষে দোয়া পরিচালনা করেন পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী। বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দীন মাহমুদ সন্দীপী, উপদেষ্টা মাওলানা বারকুল্লাহ বিন দুররুল হুদা, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, উপদেষ্টা মাওলানা মোকাদ্দাসুল আল ইসলাম প্রমুখ। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ