হোম > ছাপা সংস্করণ

টিভি নাটকে সিনেমার তারকা

ঈদের ‘বডিগার্ড’ নাটকে অভিনয় করছেন বাংলা সিনেমার তিন তারকা অমিত হাসান, ডন ও আঁচল। এই তিনজনকে এক নাটকে নিয়ে আসছেন হাসান জাহাঙ্গীর। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নির্দেশনাও দেন জাহাঙ্গীর। এবার ঈদে তিনি নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক ‘বডিগার্ড’।

গত রোববার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে ‘বডিগার্ড’ নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। হাসান জাহাঙ্গীর জানান, এ নাটকে আঁচল একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন। আর অমিত হাসান আছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। প্রথমে দেখা যাবে আঁচলের স্বামী অমিত, কিন্তু তা নয়। তিনি মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করতে চান, নির্বাচনে জিততে চান।

পরিচালনার পাশাপাশি নাটকটির নামভূমিকায় অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। তাঁকে দেখা যাবে বোবা বডিগার্ডের চরিত্রে। নাটকের শেষে জানা যায় তিনি আসলে ডিবি অফিসার। আঁচল বলেন, ‘গল্পটিতে সিনেমাটিক ব্যাপার আছে বলেই এই নাটকে কাজ করা।’

অমিত হাসান বলেন, ‘চরিত্রটি আমার কাছে দারুণ মনে হয়েছে। ভ্যারিয়েশন আছে, চ্যালেঞ্জ আছে। দর্শকের ভালো লাগবে। তাই এই নাটকে অভিনয় করলাম।’ নাটকে ডন অভিনয় করছেন তেরা বাবু চরিত্রে। এই চরিত্রটিও দর্শকের নজর কাড়বে বলে আশা নির্মাতার।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ