তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মির্জাগঞ্জের ৬টি ইউনিয়ন থেকে ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের হলরুমে যাচাই–বাছাই শেষে ভোটার নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্যে ভুল থাকায় দুজনের মনোনয়নপত্র বাতিল করে ২৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য প্রার্থী গাজী মো. খবির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য প্রার্থী পারুল বেগমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ বিষয়ে গাজী মো. খবির উদ্দিন বলেন, ‘বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার জন্য আমি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। আশা করি আপিলে আমার মনোনয়ন বৈধ হবে।’
মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।