হোম > ছাপা সংস্করণ

জামানত খোয়ালেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ ইউপির মধ্যে ৭টিতে হেরেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।

পরাজিত আওয়ামী লীগের ৭ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিলন এবং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বনগ্রাম ইউপিতে নৌকার প্রার্থী মো. কামাল হোসেন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের কাছে পরাজিত হন। আর জালালপুর ইউপিতে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের কাছে আব্দুল খালেক সরকার রাজু পরাজিত হন।

বনগ্রাম ইউপিতে মোট ভোটার ২০ হাজার ৮৯৭ জন। উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিলন পান ২ হাজার ২৩৫ ভোট। আনারস প্রতীকে ৮ হাজার ৮৪২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন জসিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল্লাহ জামান সরকার (চশমা) পান ৬ হাজার ৪৪৭ ভোট। এই ইউপিতে পাঁচ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী চতুর্থ হন।

অন্য দিকে জালালপুর ইউপিতে চশমা প্রতীকে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন রফিকুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মতিউর রহমান (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট। এই ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল খালেক সরকার রাজু ভোট পান ৬৪৭টি। ছয় চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনি পঞ্চম হন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বনগ্রাম ইউপিতে মো. কামাল হোসেন মিলন ও জালালপুর ইউপিতে আব্দুল খালেক সরকার রাজুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ