মাদারীপুর জেলার ডাসারে বিষধর সাপের দংশনে মিনহাজুল ইসলাম জামাল (৩৩) নামে একজন বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের জলিল মোল্লার ছেলে বিজিবি সদস্য মিনহাজুল ইসলাম কিছুদিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তিনি গত সোমবার সন্ধ্যায় নিজের পুকুরপাড়ে যান। এ সময় তাঁকে একটি সাপে দংশন করে। ঘটনাটি জেনে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীর অবস্থা বেগতিক দেখে ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার বলেন, ‘সাপে দংশনে বিজিবি সদস্য মিনহাজুল ইসলামের মৃত্যু হয়েছে।’