হালুয়াঘাট প্রতিনিধি
হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এ সময় তিন গ্রাম হেরোইন এবং ১৫টি ইয়াবা জব্দ করা হয়।
হালুয়াঘাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের মধ্যে বন্যপ্রাণী হত্যার দায়ে চারজন রয়েছেন। এ ছাড়া জিআর গ্রেপ্তারি পরোয়ানার আসামিও আছেন।
এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।