রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পরিচালক ছিলেন ডা. মং স্টিফেন চৌধুরী। পার্বত্যাঞ্চলের চিকিৎসা সেবার অন্যতম প্রতিকৃত ছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ছিল তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সকালে হাসপাতাল পরিচালকের বাসভবনের পাশে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ করেন পরিচারক মণ্ডলীর জেড লুসাই, হাসপাতালের হিসাব ব্যবস্থাপক সন্তোষ বোস এবং মহিলা সংস্থার সাধারণ সম্পাদক নমিতা মিত্র।
বক্তারা জানান, প্রয়াত এস এম চৌধুরীর মৃত্যুর পর ছেলে ডা. মং স্টিফেন চৌধুরী চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক হন। গত ২০১৫ সালের ২৩ ডিসেম্বর হার্ট অ্যাটাকে ডা. মং স্টিফেন চৌধুরী ৫১ বছর বয়সে মারা যান।