নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাকের প্রত্যাশা-২ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ব্র্যাকের জেলা সমন্বয়ক সরকার হাসান ওয়াইজ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মধুপুর ইউএনও শামীমা ইয়াসমিন। বক্তব্য দেন মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবিনা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, সমাজ সেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ব্র্যাকের সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিক রেইন্টিগ্রেশন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর মো. শামসুজ্জামান।