হোম > ছাপা সংস্করণ

৮০% ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালক নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স বদলে দিচ্ছে প্রথাগত ব্যবসার ধারণা। করোনায় এটা আরও জনপ্রিয় হয়েছে। শহরের বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়ছে এ ব্যবসা। আর দেশের ৮০ ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ‘ই-জয়িতা মার্কেটপ্লেস’ উদ্বোধনকালে এসব কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

জয়িতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি নারী উদ্যোক্তাদের অনলাইন ব্যবসার জন্য প্রতিষ্ঠা করেছে ‘ই-জয়িতা মার্কেটপ্লেস’। দেশের যে কোনো প্রান্তের যে কোনো নারী এতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

তিনি বলেন, দেশের ৮০ ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করছেন নারী উদ্যোক্তারা। ফলে নারীরা আর্থিক সচ্ছলতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। জয়িতা ফাউন্ডেশনের ‘ই-জয়িতা মার্কেটপ্লেস’ চালু করা একটি সময়োপযোগী পদক্ষেপ। এ মার্কেটপ্লেস দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তা ছাড়া নারী উদ্যোক্তাদের সুবিধার্থে দেশের সাত বিভাগে জয়িতা ফাউন্ডেশন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

তথ্যমতে, দেশে বর্তমানে ফেসবুক পেজগুলো থেকে বছরে ব্যবসা হয় প্রায় ৩২১ কোটি টাকা। এর ৫০ শতাংশের সঙ্গে নারী উদ্যোক্তারা যুক্ত। বাংলাদেশে প্রথাগত ব্যবসায়ের ৪ দশমিক ৫ শতাংশও নারী উদ্যোক্তাদের দখলে। ২০০৯-১০ অর্থবছরে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা ছিল ৮৯ হাজার ৮৬৮। দেশের বর্তমান নারী উদ্যোক্তার সংখ্যা ২০ লাখ ৩ হাজার ১৮৯। অর্থাৎ ১০ বছরে নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে ১২৬ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের বর্তমান সদস্য ১২ লাখ।

এ প্ল্যাটফর্মে ক্রেতারা অনলাইনে পণ্য পছন্দ করে বিক্রেতার সঙ্গে ভিডিও কলে কথা বলে পণ্য কিনতে পারবেন। প্রান্তিক নারীদের পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠী, বিশেষত অবহেলিত জনগোষ্ঠীর দক্ষ নারী উদ্যোক্তাদের এতে যুক্ত করতে কাজ করেছে জয়িতা ফাউন্ডেশন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ