ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা বাজারের থানা রোড সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মাইনুদ্দিন। তিনি ভাঙ্গা বাজার প্রধান সড়কের চালের দোকান মামুন ট্রেডার্স এর স্বত্বাধিকারী।
প্রথমে তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, ঘটনাটি শুনেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।