হোম > ছাপা সংস্করণ

ভাইরাল ছবি নিয়ে বিব্রত ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও প্রযোজক সাকিব সনেটের অন্তরঙ্গ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে শোবিজে হইচই পড়ে গেছে। বর্তমানে সনেট ও ববি চণ্ডীগড়ে একটি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন। কয়েক দিন পরই দেশে ফিরবেন তাঁরা। ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে বেশ বিব্রত এই অভিনেত্রী।

ববি বলেন, ‘আমি মানসিকভাবে বিধ্বস্ত। আপাতত বিষয়টি নিয়ে কথা বলতে চাই না।’ ছবিগুলো কীভাবে ছড়িয়ে পড়েছে এ বিষয়েও কোনো মন্তব্য করতে চাননি ববি। ছবির বিষয়ে সনেট বলেন, ‘অনেকেই ফোন করছেন। কীভাবে ছবি ফাঁস হলো জানতে চাইছেন। এটা নিয়ে আমরা বিব্রত।’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের খবর পুরোনো। পাঁচ বছর ধরে তাঁদের এই প্রেম। ২০১৭ সালের শেষ দিক থেকে ববি-সনেটের প্রেম শুরু। প্রেমের বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক ও ব্যবসায়ী সনেট। তিনি বলেন, ‘নোলকের শুটিংয়ের আগে থেকে ববির সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। রামুজি ফিল্ম সিটিতে শুটিংয়ে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। তখন ববি ভীষণভাবে সাপোর্ট দেয়। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এরপর সে আমার ব্যবসায়িক পার্টনার হয়।’

শুধু প্রেম নয়, ববির সঙ্গে বিয়ের গুঞ্জনও আছে সনেটের। এই প্রযোজক বলেন, ‘ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তাঁর সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি। আর বিয়ের গুঞ্জন আমরাও শুনেছি। ওটা শ্রেফ গুঞ্জন। আমাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবার অবগত। ববি মানুষ হিসেবে অমায়িক, সৎ, শান্ত। যেকোনো পরিস্থিতি সে চমৎকার ম্যানেজ করতে পারে। আমার কাছে এটাই তার বিশেষত্ব।’

জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়ে করতে পারেন তারা। এর আগে পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল ববির। অবশ্য বিষয়টি দুজনের কেউই স্বীকার করেননি। ববি অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় রয়েছে ‘ময়ূরাক্ষী’ ও ‘বৃদ্ধাশ্রম’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ