হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসার দুই শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী তিনদিন ধরে নিখোঁজ। এ ঘটনায় কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন তাদের অভিভাবকেরা।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে মঞ্জুর আলম নাইম ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম। তারা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী। দুই শিক্ষার্থীর মধ্যে নাইম পাঁচ বছর ও রাকিবুল দুই বছর ধরে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, গত ১৩ মার্চ থেকে ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তালিম শেষে মাদ্রাসার সব শিক্ষার্থী ও শিক্ষক খাওয়া-দাওয়া শেষে একটু ঘুমায়। প্রতিদিনকার মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক ঘুমাতে যায়। পরে বেলা ১১টার দিকে তাঁদের কিছু কাপড় এবং আংশিক বেডিংপত্র নিয়ে উধাও হয় তারা। পরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে গত মঙ্গলবার কচাকাটা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

হাফেজ মো. ইয়াকুব আলী আরও জানান, ওই দুই শিক্ষার্থী গত সপ্তাহে রাত জেগে মোবাইল ফোন দেখায় তাদের বিচারের আওতায় নেওয়া হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডাকার কথা বলা হয়। হয়তো এই ভয় থেকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে।

নাইমের চাচা সাহাবুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে তাদের দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাদ্রাসা ছেড়ে তারা কেন নিরুদ্দেশ হলো তা আমাদের জানা নেই। তাদের খোঁজ পেলে জানা যাবে।’

কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই শিক্ষার্থীকে খুঁজতে পুলিশ বিভিন্নভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ