হোম > ছাপা সংস্করণ

জমি দখল করে রাতের আঁধারে স্থাপনা নির্মাণ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটার কুলিয়ায় মনিন্দ্রনাথ মণ্ডল (৬০) ও বাবুরাম মণ্ডল (৩৭) নামের দুজনের জমি দখল করে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী সইলউদ্দীন গাজীর বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে উপজেলার কুলিয়ায় ইউনিয়নের কদমখালি গ্রামে দখলকৃত জমিতে এ স্থাপনা নির্মাণের ঘটনা ঘটে।

পরবর্তীতে অবৈধ স্থাপনা নির্মাণকালে ভুক্তভোগীরা কুলিয়া ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে গ্রাম পুলিশেরা ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দেন। এ ছাড়া দখলকারী একই গ্রামের সইলউদ্দীন গাজীসহ তাঁর লোকজনকে জমির স্বপক্ষের কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে নোটিশ জারি করা হয়।

ভুক্তভোগী মনিন্দ্রনাথ মণ্ডল কদমখালি গ্রামের মৃত খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে এবং অপর ভুক্তভোগী বাবুরাম মণ্ডল মনিন্দ্রনাথের ভাতিজা।

মনিন্দ্রনাথ মণ্ডল জানান, ৫০ বছরের বেশি সময় ধরে তাঁরা পরিবার পরিজন নিয়ে কুলিয়ার কদমখালিতে বসবাস করে আসছেন। কিছুদিন আগে তিনি সইলউদ্দীন গাজীর কাছে ৩ বিঘা ৫ কাঠা জমি বিক্রি করেন। কিন্তু সইলউদ্দীন ক্রয়কৃত ৩ বিঘা ৫ কাঠা জমির স্থলে সাড়ে ৪ বিঘা জমি জবরদখলে করেছেন। শুধু তাই নয়, আরও জমি নিজের দখলে নিতে সইলউদ্দীন গাজী গত মঙ্গলবার দখলক্রত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন।

অপর ভুক্তভোগী তার ভাতিজা বাবুরাম মণ্ডল জানান, সইলউদ্দীন গাজীর নাতি আলফাজ হোসেন সুরুজ ওই এলাকার চিহ্নিত মাস্তান। আলফাজ হোসেন সুরুজ, সাদ্দাম হোসেন ও সুফিয়ান নামের তিন মাস্তানকে ব্যবহার করে সইলউদ্দীন জোরপূর্বক দফায় দফায় তাঁদের জমি দখল করে নিচ্ছেন। এমনকি সইলউদ্দীন গাজী বিভিন্ন সময়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করেন বাবুরাম মণ্ডল।

এ ব্যাপারে কুলিয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আছাদুল হক বলেন, প্রভাবশালী সইলউদ্দীনের বিরুদ্ধে জমি দখলসহ আলফাজ, সাদ্দাম ও সুফিয়ান বাহিনীর বিরুদ্ধে এ পর্যন্ত চাঁদাবাজিসহ বহু অভিযোগ এসেছে। জমিজমা সংক্রান্ত বিষয়টি সালিসের মাধ্যমে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে সমাধান করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ