নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জামিআ আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন। গতকাল শনিবার সকাল থেকে শুরু হওয়া আন্দোলনে দুপুর গড়াতেই পদত্যাগ করেন মাদ্রাসার সম্পাদক শাহ নেওয়াজ। মূলত মাদ্রাসার অধ্যক্ষকে গালাগাল দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার দুটি ভবন রাস্তার দুপাশে অবস্থিত। ভবন দুটির সংযোগের জন্য একজন দাতা সেতু উপহার দেয়। কিন্তু তাতে আপত্তি সাধারণ সম্পাদকের। সেতুর সরঞ্জামাদি দ্রুত সরিয়ে ফেলা নিয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের জিহাদীকে গালাগাল করেন শাহ নেওয়াজ। এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনাকে কেন্দ্রে করে সকাল থেকেই শিক্ষার্থীরা মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে শাহ নেওয়াজ আন্দোলনরত শিক্ষার্থীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়েন।
শিক্ষার্থী মাসুম বলেন, ‘সাধারণ সম্পাদক মাদ্রাসার হুজুরদের অশ্লীল ভাষায় গালি দেয়। মাদ্রাসার ফান্ডে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও করোনাকালে হুজুরদের অর্ধেক বেতন দেওয়া হয়েছে। মাদ্রাসার বিভিন্ন মাহফিলে তিনি হস্তক্ষেপ করেন। মাদ্রাসার প্রয়োজনীয় কেনাকাটা তিনি নিজে করেন এবং ইচ্ছেমতো ভাউচার বানান। ২৫ বছর একটানা কমিটিতে থাকায় নিজের পছন্দের লোকদের নিয়োগ দিয়ে ইচ্ছেমতো মাদ্রাসা চালান তিনি।’