হোম > ছাপা সংস্করণ

আড়াই লাখ ট্যাবলেট জব্দ

চারঘাট প্রতিনিধি

চারঘাটে ক্লোনাজিপাম গ্রুপের ২ লাখ ৬৩ হাজারটি ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এক ওষুধ কোম্পানির এই ট্যাবলেট সাধারণত মানসিক সমস্যা বা মানসিক অস্থিরতার রোগীকে দেওয়া হয়। এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করেন।

উপজেলার চারঘাট-বাঘা মহাসড়কের শলুয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার বিকেলে ট্যাবলেটগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, ওষুধগুলো অসৎ কাজে ব্যবহারের উদ্দেশ্যে অন্যত্র নেওয়ার জন্য তালতলায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানের সময় ঘটনাস্থলে বস্তাভর্তি ওষুধ রেখে পালিয়ে যায় জড়িতরা। পরে সাদা প্লাস্টিকের ১৩ বস্তা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

ওই ওষুধ কোম্পানির রাজশাহী ডিপোর ইনচার্জ জাফর সাদেক বলেন, ‘উদ্ধার হওয়া মেডিসিন সম্পর্কে জানা নেই। পেইস ০.৫ ট্যাবলেট ব্যবস্থাপনাপত্রের ওষুধ। এ এলাকায় এত পরিমাণ আসল ওষুধ থাকার কথা নয়। উদ্ধার হওয়া ওষুধ সম্পর্কে খোঁজ নিয়ে দেখা হবে সেগুলো আসল না নকল।’

উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা জানান, দীর্ঘদিন ধরেই চারঘাটের এক শ্রেণির যুবক কাশির সিরাপের সঙ্গে এই ট্যাবলেট মিশিয়ে নেশা করছেন।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটগুলো আটক করেছি। ওষুধগুলো আসল, কোম্পানির লোকদের দিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়েছি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ