হোম > ছাপা সংস্করণ

অর্ধকোটি টাকা নিয়ে উধাও

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে ওভা ফাউন্ডেশন নামে একটি সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সমিতির সদস্যরা ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট মাইলপোস্ট এলাকার একটি ভবনে ওভা ফাউন্ডেশনের কার্যালয়। ২০১৬ সাল থেকে উপজেলার রাজঘাট, জাফরপুর, মাইলপোস্ট, গাজীপুর, তালতলা, নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষ ডিপিএস ও সঞ্চয় বইয়ের মাধ্যমে আনুমানিক অর্ধকোটি টাকা সমিতিতে জমা দিয়েছেন। এর বিপরীতে তাঁদের ১৫ শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা।

সরেজমিনে রোববার সকালে রাজঘাট মাইলপোস্টে গিয়ে দেখা গেছে, ওভা ফাউন্ডেশনের অফিসটি তালাবদ্ধ। ভবনের সামনে ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদকে পেয়ে প্রায় অর্ধশত নারী-পুরুষ সদস্য টাকা ফিরে পেতে পাশ বই নিয়ে বিক্ষোভ করছেন।

ভুক্তভোগী নাছিমা বেগম জানান, তিনি ২০২০ সালে এক লাখ টাকা পাশ বইয়ের মাধ্যমে জমা দেন। স্বামীর ক্যানসার চিকিৎসার জন্য টাকা ফেরত চাইতে এসে অফিস তালাবদ্ধ দেখেন।

ওভা ফাউন্ডেশনের সভাপতি আবু দাউদ বলেন, ‘সাধারণ সম্পাদক নুরুজ্জামান আমার ১০ লাখসহ সদস্যদের টাকা নিয়ে পালিয়ে গেছেন। ফাউন্ডেশনের সভাপতি হিসেবে এর দায় আমার ওপর পড়েছে।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ‘টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ