হোম > ছাপা সংস্করণ

কবীর হয়ে আবার আসছেন হৃতিক

কবীর, পাঠান ও টাইগার—এ তিন গুপ্তচরকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর এ বছরের শেষ দিকে আসছে ‘টাইগার’-এর তৃতীয় পর্ব। এর মধ্যেই শোনা গেল তৈরি হচ্ছে ‘ওয়ার’-এর সিক্যুয়েল। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্যতম আলোচিত সিনেমা এটি। ২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ারে মুখোমুখি অবস্থানে ছিলেন বলিউডের দুই অ্যাকশন হিরো হৃতিক রোশন ও টাইগার শ্রফ।

চার বছর পর ঘোষণা এল, তৈরি হবে এ সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’। আগের পর্বের মতো এবারও মারদাঙ্গা অ্যাকশনে হল কাঁপাবেন হৃতিক রোশন। দ্বিতীয় পর্বে টাইগার শ্রফ থাকবেন কি না নিশ্চিত নয়। তবে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ যে থাকছেন না, সেটা একেবারেই নিশ্চিত। ওয়ারের প্রথম পর্বটি পরিচালনা করেছিলেন ‘পাঠান’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তাঁর জায়গায় ওয়ার ২-তে পরিচালকের আসনে বসবেন অয়ন মুখোপাধ্যায়।

গতকাল ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন এ খবর। জানা গেছে, হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘ফাইটার’ নামে নতুন সিনেমার কাজে ব্যস্ত আছেন সিদ্ধার্থ। মনে করা হচ্ছে, সে কারণেই ‘ওয়ার ২’ পরিচালনার ভার নিতে চাইছেন না তিনি। অয়ন মুখোপাধ্যায় এর আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ওয়েক আপ সিড’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন। তবে ওয়ারের মতো অ্যাকশননির্ভর সিনেমা পরিচালনার কাজ কতখানি দক্ষ হাতে সামলাতে পারবেন, সেটা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকে।

এক দিন আগেই অয়ন মুখোপাধ্যায় ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির পরবর্তী দুই পর্বের ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে আসবে ব্রহ্মাস্ত্র ২। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭-এর ডিসেম্বরে। অয়ন লিখেছেন, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান থেকে দর্শকদের অনেক ভালোবাসা পাওয়ার পর পরবর্তী পর্বে মন দেওয়ার সময় এসেছে। ব্রহ্মাস্ত্র ২ আর ৩-এর চিত্রনাট্য সংশোধনের জন্য আরও কিছুটা সময় দরকার। আমরা ঠিক করেছি এই দুটো সিনেমা একসঙ্গে বানাব। যাতে দুটোই পরপর মুক্তি দিতে পারি।’

অয়নের এ ঘোষণার পর দর্শকেরা প্রশ্ন তুলেছেন, এই ব্যস্ততার মধ্যেই কি সমান্তরালভাবে ‘ওয়ার ২’ নিয়ে কাজ করতে পারবেন অয়ন? তবে সংশয় যতই হোক, কবীর হয়ে হৃতিকের ফেরার ঘোষণায় দারুণ খুশি অনুরাগীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ